English Summary Writing এ সাধারণত ১০ থেক ১৫ লাইনের একটি Comprehension দেয়া থাকে। Summary মূল বক্তব্যকে প্রকাশ করে। বক্তব্যকে সংক্ষেপণ করাই Summary লেখার উদ্দেশ্য। তাই Comprehension টি ভালভাবে পড়ে তার ভেতরের ভাব হৃদয়ঙ্গম করতে হবে। Comprehension গুলো সর্বদাই শিক্ষামূলক হয়ে থাকে। Summary লেখার সময় অবশ্যই Lucid Language ব্যবহার করতে হবে। একই ধরনের বাক্য দুইবার লেখা যাবে না। কোন বাক্য হুবহু Passage থেকে তুলে দেয়া যাবে না। এর আকার standard হাতের লেখার এক পৃষ্ঠা হলেই হবে। Summary এর আকার মূল Passage এর আকারের উপর ভিন্ন হতে পারে।

Summary লিখার জন্য যা কিছু লাগবে || Rules for Summary Writing
- টেক্স ভালভাবে বুঝতে হবে
- গুরুত্বপূর্ণ বাক্যগুলো চিহ্নিত করতে হবে
- Key-Words গুলো বাছাই করতে হবে
- নিজ ভাষায়, নিজস্ব বাক্য শৈলীর মাধ্যমে লিখতে হবে। তাই Vocabulary Power থাকা আবশ্যক
- গুরুত্বপূর্ণ ভাব ও বক্তব্য বাছাই করতে হবে
- সব ধরনের জরিপ, তারিখ, নাম, উদ্ধৃতি মুলক বাক্য, তুলনা, মতামত ও উদাহরণ বাদ দিতে হবে। অর্থাৎ এগুলো Summary তে ব্যবহার করা যাবে না
- এর আকার হবে মুল বক্তব্যের তিন ভাগের এক ভাগ
- সব সময় Present Indefinite Tense এ লেখার চেষ্টা করতে হবে। একান্ত প্রয়োজনে অন্য Tense যেমন Past Indefinite ও Future Indefinite Tense-ও ব্যবহার করা যাবে
একদম কাঁচা যারা তাদের জন্য কিছু বিশেষ Tips and Tricks for Summary Writing:
- মুল বক্তব্যকে সমর্থন করে তথা মুল বক্তব্যয়ের সাথে মিল রেখে ছোট একটি বাক্য দিয়ে শুরু কর
- বাছাইকৃত গুরুত্বপূর্ণ লাইন গুলো বড় হলে ছোট করে আর ছোট হলে বড় করে লিখ
- কোন ধরণের মৌলিক ভুল থেকে নিরাপদ থাক
মনে রাখবে প্রতিটি প্যাসেজের মধ্যে একটি বিশেষ Tone বা ভাব থাকে সেটা খেয়াল রাখতে হবে এর তার বিরুদ্ধে কিছু লিখা যাবে না।